Wednesday, August 13, 2025

ভূমিকম্পের পর ঘটেছে ভয়াবহ ঘটনা, চাঞ্চল্যকর তথ্য দিলো মার্কিন সংস্থা

আরও পড়ুন

প্রবল ভূমিকম্পে শুক্রবার (২৮ মার্চ) হঠাৎ কেঁপে ওঠে মিয়ানমার, থাইল্যান্ডসহ দক্ষিণ-পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া। কম্পন অনুভূত হয় বাংলাদেশেও। এই দুর্যোগে মিয়ানমার ও থাইল্যান্ডে ইতোমধ্যে নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। মার্কিন সংস্থা আশঙ্খা প্রকাশ করেছে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ভূমিকম্প নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। সংস্থাটির ওয়েবসাইটের ইন্টারেক্টিভ ম্যাপে দেখা গেছে, ৭.৭ মাত্রার কম্পনের পর মিয়ানমারে অন্তত ১৪টি আফটারশক (ভূমিকম্প পরবর্তী ছোট ছোট কম্পন) আঘাত হেনেছে

আরও পড়ুনঃ  আমাকে ভোট দিন নাহলে ইসরায়েল ধ্বংস হবে: ট্রাম্প

এর মধ্যে বেশিরভাগ কম্পনই বড় ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘণ্টার মধ্যে ঘটেছে। এগুলোর মাত্রা ছিল ৩-৫ এর মধ্যে। তবে সবচেয়ে শক্তিশালী কম্পনের মাত্রা ছিল ৬.৭, এটি ভয়াবহ ভূমিকম্পের প্রায় ১০ মিনিট পরে আঘাত হেনেছে।

এছাড়া ৪.৯ এবং ৬.৭ মাত্রার দুইটি কম্পন মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় ২০ মাইল দূরে ঘটেছে, যাতে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। অন্য কম্পনগুলো ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে উত্তর ও দক্ষিণে ছড়িয়ে পড়ে একটি রেখা তৈরি করেছে।

আরও পড়ুনঃ  ইরানে হামলায় ইসরায়েলকে নিজেদের আকাশ ব্যবহার করতে দেবে না সৌদিসহ উপসাগরীয় রাষ্ট্রগুলো

সংস্থাটি আরও জানিয়েছে, মিয়ানমারে ভূমিকম্প মোট নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এছাড়া আর্থিক, পরিবেশগত এবং সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ এক হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্খা করছে ইউএসজিএস।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ