Wednesday, March 19, 2025

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের বিমান হামলা, নিহত দুই শতাধিক

আরও পড়ুন

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী ও শিশুসহ প্রায় ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ মার্চ) ভোর থেকেই গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। বিশেষ করে গাজার উত্তরাঞ্চলে, গাজা শহর, দেইর আল বালাহ, খান ইউনিস এবং রাফাহ সেন্টার এবং দক্ষিণ গাজা উপত্যকায় এ হামলা চালানো হয়।

আরও পড়ুনঃ  হঠাৎ ইরান সফরে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল

ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) জানিয়েছে, ইসরায়েল গাজায় চরমভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং তারা ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতিতে পৌঁছানোর সমস্ত চেষ্টা ভণ্ডুল করে দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেৎজের শেয়ার করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

পিআইজে আরও জানায়, রক্তপিপাসু নাজি সরকার নেতানিয়াহু নতুন করে হামলার মাধ্যমে সুবিধা আদায় করতে চাইছে। কিন্তু প্রকৃত অর্থে এর মাধ্যমে তিনি কিছুই আদায় করতে পারবেন না। না আলোচনার টেবিলে না মাটিতে।

সংগঠনটি আরও জানায়, ১৫ মাস লড়াইয়ে নেতানিয়াহু চরমভাবে ব্যর্থ হয়েছে। নতুন করে হামলার মাধ্যমে তিনি সফল হবেন না। কারণ আমাদের জনগণ মুজাহিদের পাশে রয়েছে।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে বাচ্চাদের বাঁচাতে গিয়ে মারা গেছেন বাংলাদেশি দম্পতি

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলকে বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত করেছে। কারণ তারা যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে।

হামাস বলছে, ইসরায়েল গাজায় আটক থাকা অবশিষ্ট জিম্মিদের ‘অজানা পরিণতির’ মুখে ঠেলে দিচ্ছে। তবে, হামাস এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধ পুনরায় শুরুর ঘোষণা দেয়নি। বরং তারা মধ্যস্থতাকারী দেশগুলোর পাশাপাশি জাতিসংঘকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ সংবাদ