Wednesday, March 19, 2025

সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসি গ্যাবার্ডের অভিযোগ ভিত্তিহীন: প্রেস উইং

আরও পড়ুন

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও হত্যায় মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ সোমবার দিবাগত রাতে এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বাংলাদেশ নিয়ে করা মার্কিন জাতীয় গোয়েন্দা (ডিএনআই) বিভাগের প্রধান তুলসি গ্যাবার্ডের মন্তব্যর প্রতিক্রিয়া দেওয়া অন্তর্বর্তী সরকারের ওই বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ নিয়ে ডিএনআই তুলসী গ্যাবার্ডের মন্তব্য আমরা গভীর উদ্বেগ ও দুঃখের সাথে নোট করেছি। যেখানে তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ‘নির্যাতন ও হত্যার’ অভিযোগ করেছেন এবং ইসলামি সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক প্রচেষ্টা একই আদর্শ ও লক্ষ্যে নিবদ্ধ-যা হলো ইসলামি খিলাফতের মাধ্যমে শাসন বা শাসন করা।

আরও পড়ুনঃ  বৈরুতে বিপাকে বাংলাদেশিরা, দ্রুত সরে যাওয়ার পরামর্শ

‘তাঁর এই বিবৃতিটি বাংলাদেশের ভাবমূর্তি ও খ্যাতির জন্য বিভ্রান্তিকর এবং ক্ষতিকর। একটি জাতি যাদের ইসলাম চর্চা ঐতিহ্যগতভাবেই অন্তর্ভুক্ত এবং শান্তিপূর্ণের জন্য বিখ্যাত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।’

ওই বিবৃতিতে বলা হয়, ‘গ্যাবার্ডের মন্তব্য কোনো প্রমাণ বা নির্দিষ্ট অভিযোগের ওপর ভিত্তি করে নয়। তারা একটি প্রশস্ত এবং অন্যায্য ব্রাশ দিয়ে একটি সমগ্র জাতিকে রাঙিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও চরমপন্থা বা উগ্রবাদের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে কিন্তু আইন প্রয়োগ, সামাজিক সংস্কার এবং সন্ত্রাস বিরোধী অন্যান্য প্রচেষ্টার মাধ্যমে এসব সমস্যার সমাধান করতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে অব্যাহতভাবে কাজ করেছে।’

সরকারের পক্ষ থেকে বলা হয়, ‘‘বাংলাদেশকে ‘ইসলামি খিলাফতের’ ধারণার সাথে ভিত্তিহীনভাবে সংযুক্ত করা বিশ্বের অগণিত বাংলাদেশী এবং তাঁদের বন্ধু ও অংশীদারদের কঠোর পরিশ্রমকে ক্ষতিগ্রস্ত করে যারা শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতিতে প্রতিজ্ঞাবদ্ধ। দেশকে যেকোনো ‘ইসলামি খিলাফতের’ সাথে সংযুক্ত করতে যেকোনো প্রচেষ্টাকে বাংলাদেশ তীব্র নিন্দা জানাচ্ছে।’’

আরও পড়ুনঃ  নাফিসা কামালসহ ৩ এমপির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘রাজনৈতিক নেতা এবং জনসাধারণের তাদের বক্তব্যকে প্রকৃত জ্ঞানের ওপর ভিত্তি করে রাখা উচিত যাতে ক্ষতিকর স্টেরিওটাইপগুলিকে শক্তিশালী না করে বিশেষ করে সবচেয়ে সংবেদনশীল বিষয় সম্পর্কে ভক্তদের ভয় এবং সম্ভাব্য এমনকি সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না করে।

বিশ্বব্যাপী চরমপন্থা ও সন্ত্রাসবাদ মোকাবিলায় বিশ্বব্যাপী প্রচেষ্টার প্রতি সরকারের সমর্থন অব্যাহত থাকবে জানিয়ে ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তথ্যভিত্তিক গঠনমূলক সংলাপ এবং সকল দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল।’

আরও পড়ুনঃ  বাসা থেকে ৩ কোটি টাকা পাওয়া সেই সাবেক সচিব আটক

এরআগে সোমবার তুলসী গ্যাবার্ড ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে চলে আসা নিপীড়ন, হত্যা ও নির্যাতন মার্কিন সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশে ইসলামী চরমপন্থা এবং সন্ত্রাসী উপাদানের উত্থান সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সবেমাত্র আলোচনা শুরু করেছে। কিন্তু চরমপন্থা এবং সন্ত্রাসী উত্থান এখনো উদ্বেগের একটি কেন্দ্রীয় বিষয়।

এ সময় তিনি আরও বলেন, বিশ্বব্যাপী ‘ইসলামপন্থি সন্ত্রাসবাদ’ রুখতে ট্রাম্প প্রশাসন বেশ গুরুত্ব দিচ্ছে ও এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ সংবাদ