Monday, August 18, 2025

বাইতুল মোকাররমে কোটা আন্দোলনকারীদের গণমিছিল

আরও পড়ুন

রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গণমিছিল শুরু হয়েছে। শুক্রবার (০২ আগস্ট) জুমার নামাজের পর এ মিছিল শুরু হয়।

জানা গেছে, রাজধানীর বায়তুল মোকাররম থেকে শুরু হওয়া এ মিছিল হাইকোর্ট হয়ে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে।

এর আগে শুক্রবার ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ নামে নতুন কর্মসূচি পালন করার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজ শেষে এ গণমিছিলের ঘোষণা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদেরের প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  কোটা সংস্কারের পক্ষে আইমান সাদিক, পোস্টে যা জানালেন

বার্তায় বলা হয়, আপনারা জানেন আমরা আমাদের কোনো ব্যক্তিস্বার্থের জন্য আন্দোলন করছি না। আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির জন্য। কী অপরাধ ছিল আমাদের? সাংবিধানিক অধিকার চাওয়াটা কি আমাদের অপরাধ? কী অপরাধে শত শত ভাইদেরকে হত্যা করা হলো? আমরা এর জবাব জানি না।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ