ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফিলিপ এনিউয়ালির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ১৪ মার্চ লস অ্যাঞ্জেলেস কাউন্টির একটি মেইলরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিল ২৬ বছর।
মার্কিন সংবাদমাধ্যম পিপল ডটকমের প্রতিবেদন অনুযায়ী ইউটিউবার ফিলিপ এনিউয়ালি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে P2istheName নামে পরিচিত। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রায় ৪০ লাখ সাবস্ক্রাইবার তার। হঠাৎ এই তারকার মরদেহ উদ্ধার নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এখনো ফিলিপ এনিউয়ালির মৃত্যুর কারণ জানা যায়নি। লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল পরীক্ষকের অফিসের কাছে এ সংক্রান্ত ব্যাপারে সংবাদমাধ্যম থেকে জানতে চাওয়া হলে কোনো সাড়া পাওয়া যায়নি।
এদিকে ছেলের মরদেহ উদ্ধারের খবরটি নিশ্চিত করে ভক্তদের কাছে তার পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন ইউটিউবারের মা।
প্রসঙ্গত, প্রায় ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় ভিডিও তৈরি করছেন ফিলিপ এনিউয়ালি। ইউটিউবে প্রায় চার মিলিয়ন সাবস্ক্রাইবার সংগ্রহ করেছেন। মূলত গেমিং ভিডিওগুলোর জন্য পরিচিত তিনি। NBA 2K এবং Fortnite-সহ কয়েকটি ভিডিও গেম খেলেছেন তিনি। একইসঙ্গে ভ্লগ ও প্র্যাঙ্ক ভিডিও তৈরি করেছেন।
এ ইউটিউবার পরবর্তীতে আইসড এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা সংস্থা চালু করেন। পাশাপাশি নিজস্ব পোশাক ব্র্যান্ড শুরু করেন।