Monday, March 17, 2025

ডোনাল্ড ট্রাম্পের হাতে শেখ হাসিনার ছবি! যা জানা গেল

আরও পড়ুন

ডোনাল্ড ট্রাম্পের হাতে শেখ হাসিনার ছবি! যা জানা গেল
সম্প্রতি ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ’ শীর্ষক ক্যাপশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে একটি ফাইলে ‘বিজয় আসবেই…’ শিরোনামে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও ‘বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন ক্রিস্টালিনা জজিভা আইএমএফ প্রধান’ লিখিত ছবি প্রদর্শনের ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে৷

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডোনাল্ড ট্রাম্পের হাতে থাকা ফাইলে শেখ হাসিনার ছবি প্রদর্শনের ভিডিওটি আসল নয়। বরং, ভিন্ন ঘটনার একটি ভিডিওকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে৷

আরও পড়ুনঃ  যাত্রীর খাবারে জীবন্ত ইঁদুর, বিমানের জরুরি অবতরণ

এ বিষয়ে অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম NBC News এর ইউটিউব চ্যানেলে গত ২১ জানুয়ারি ‘Trump signs several executive orders, including withdrawal from Paris Climate Treaty’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, গত ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ ও অভিষেক প্যারেডের পরপরই ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় ২০,০০০ সমর্থকের সামনে বসে বেশকিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেন; ভিডিওটি ট্রাম্পের নির্বাহী আদেশে স্বাক্ষরকালীন সময়ের৷

আরও পড়ুনঃ  হাসিনা না থাকলে আফগানিস্তান হবে বাংলাদেশ, পশ্চিমাদের জানায় ভারত

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটির ০২:৫৩ থেকে ০৩:০২ সেকেন্ড পর্যন্ত অংশটি যেখানে ‘Directive issued to address the cost of living crisis’ রয়েছে, তা আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে৷ তবে এই অংশটিতে ডোনাল্ড ট্রাম্পকে তার স্বাক্ষরিত একটি নথি প্রদর্শন করতে দেখা যায়, উক্ত নথিতে ‘বিজয় আসবেই…’ শিরোনামে শেখ হাসিনার ছবি ও ‘বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন ক্রিস্টালিনা জজিভা আইএমএফ প্রধান’ লিখিত ছবি দেখা যায়নি৷

অর্থাৎ, মূল ভিডিওর উল্লিখিত অংশে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘বিজয় আসবেই…’ শিরোনামে শেখ হাসিনার ছবি ও ‘বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন ক্রিস্টালিনা জজিভা আইএমএফ প্রধান’ লিখিত ছবি প্রতিস্থাপন করার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে৷

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্যে ‘সর্বাত্মক যুদ্ধ’ ইস্যুতে নতুন তথ্য দিলেন জো বাইডেন

পরবর্তীতে, যুক্তরাজ্যের গণমাধ্যমে The Telegraph এর ইউটিউব চ্যানেলে গত ২১ জানুয়ারি ‘Trump signs executive orders and throws pens into crowd live on stage’ শিরোনামে প্রকাশিত ভিডিও প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়৷

সুতরাং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শন করেছে দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।

সূত্র: রিউমর স্ক্যানার

সর্বশেষ সংবাদ