Wednesday, March 19, 2025

বিয়ের প্রথম রাতেই ঘটল ভয়ঙ্কর ঘটনা

আরও পড়ুন

বিয়ের রাত। বাড়ি ভরতি অতিথি গমগম করছে। স্বামী-স্ত্রী এক ঘরে। একান্ত মুহূর্তেই হঠাৎ এমন একটা ঘটনা ঘটল যে রক্তে ভেসে গেল ঘর। ছুটে এল বাড়ির সবাই। অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না নতুন বরকে।

ভারতের উত্তর প্রদেশের মিরাটে বিয়ের রাতেই বরের সঙ্গে এমন ঘটনা ঘটল, যে সারা বাড়িতে শোকের ছায়া নামল। রাত দুটোর সময় বর উঠেছিলেন বাথরুমে যাওয়ার জন্য। কারোর যাতে অসুবিধা না হয়, তার জন্য তিনি লাইট জ্বালাননি। বাথরুমে ঢোকার সময় তাঁর পা পিছলে যায় এবং পড়ে যান। মাথায় গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি বাথরুমে পড়ে থাকেন। স্ত্রী আওয়াজ শুনে উঠে আসেন। বরকে রক্তাক্ত অবস্থায় দেখে নববধূও চিৎকার করে ওঠেন।

আরও পড়ুনঃ  যুদ্ধবিরতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের বার্তা

কনের চিৎকার শুনে পরিবারের সদস্যরাও জেগে ওঠেন। বরকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর অবস্থা এতটাই গুরুতর হয়ে যায় যে দিল্লিতে রেফার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বর মারা যান। বিয়ের মাত্র ছয় দিনের মধ্যেই বিধবা হয়ে গেল কনে।

সর্বশেষ সংবাদ