Wednesday, March 19, 2025

বিয়ের জন্য সবকিছু প্রস্তুত, বরযাত্রী নিয়ে যাওয়ার পথে বরের মৃত্যু

আরও পড়ুন

মৌলভীবাজারের কমলগঞ্জে বিয়েবাড়িতে যাওয়ার পথে স্ট্রোক করে মুন্না রাজগড় (২৭) নামের এক বরের মৃত্যু হয়েছে। বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

মুন্না জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকি চা-বাগানের বাসিন্দা। তিনি কমলগঞ্জের পাত্রখোলা চা-বাগানের নতুন লাইন এলাকায় বিয়ে করতে যাচ্ছিলেন। বিয়ের সাজানো গাড়িতে করে বর ও তার পরিবারসহ কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ৪০ কিলোমিটার পথ অতিক্রম করার পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। এ সময় মুন্নার সঙ্গে থাকা বরযাত্রীদের অন্যান্য গাড়িগুলো রাস্তায় দাঁড়িয়ে যায়। কিছু সময় পর মুন্নাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  …এই মুহূর্তে বাংলা ছাড়

কমলগঞ্জ থানা পুলিশের পরিদর্শক শামিম আকিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং এটা অত্যন্ত মর্মান্তিক বলে জানিয়েছেন। এ ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ সংবাদ