Monday, August 18, 2025

আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা তপু গ্রেপ্তার

আরও পড়ুন

আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা তপু গ্রেপ্তার
ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি কোতোয়ালীর ৩৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তপু নন্দীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে কোতোয়ালীর তাঁতীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ খবর নিশ্চিত করেন।

কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার তপু নন্দী বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় কোতোয়ালী থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।

আরও পড়ুনঃ  গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, হামাস বলছে আলোচনা করার জন্য দরজা খোলা রয়েছে

গত ৫ আগস্ট কোতোয়ালী থানার নবাব সিরাজদ্দৌলা জিন্দাবাহার পার্ক এলাকায় সরকার পতনের এক দফা আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে অংশগ্রহণ করেন মো. সুজন। এ সময় আন্দোলনকারীদের ওপর অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত আক্রমণ ও গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ ঘটনায় সুজনসহ আরও অনেকে হতাহত হন। সুজন বাদী হয়ে গত ৩ নভেম্বর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

থানা সূত্রে জানা যায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় কোতোয়ালীর তাঁতীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারভুক্ত আসামি তপু নন্দীকে গ্রেপ্তার করা হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ