Monday, August 18, 2025

বিজয়ী হওয়ায় ট্রাম্পকে ফিফা’র প্রেসিডেন্টের অভিনন্দন

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বিজয় নিশ্চিত হতেই তাকে অভিনন্দন জানানোর ধুম পড়ে গেছে। একের পর এক বিশ্বনেতারা যুক্ত্ররাষ্ট্রের এই নিবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন বার্তা পাঠাচ্ছেন। পিছিয়ে নেই ক্রীড়াঙ্গনের কর্তাব্যক্তিরা। এই তালিকায় আছেন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয় অনুষ্ঠিত হবে পরবর্তী ফুটবল বিশ্বকাপ। তার আগে দেশটিতে বসবে ফিফার ক্লাব বিশ্বকাপের আসর। দেশটিতে দুটি সফল আসরের স্বপ্ন দেখছেন ফিফার এই সর্বোচ্চ কর্তা।

আরও পড়ুনঃ  হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন : ইসরায়েল

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক বার্তায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ফিফার প্রেসিডেন্ট ইনফান্তিনো। তিনি লিখেছেন, ‘অভিনন্দন মিস্টার প্রেসিডেন্ট। আমরা যুক্তরাষ্ট্রে দারুণ একটা বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছি। ফুটবল বিশ্বকে ঐক্যবদ্ধ করে।’

প্রথম শাসনামলে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে ট্রাম্পের সঙ্গে ফিফার প্রেসিডেন্ট ইনফান্তিনোর বেশ কয়েকবার সাক্ষাৎ হয়েছিল। সেই সময়ই যুক্তরাষ্ট্রে ফিফার সদরদপ্তর স্থাপনের ব্যাপারেও আলোচনা হয়েছিল, যা অবশেষে ২০২৩ সালে বাস্তবায়িত হয়।

১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বিশ্বকাপের আসর বসেছিল। সে আসরের ফাইনালে ইতালিকে টাইব্রেকারে হারিয়ে ব্রাজিল চতুর্থবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ