Friday, January 10, 2025

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মেরে দোকান লুট করলেন ছাত্রদল নেতা

আরও পড়ুন

রাজধানীর পান্থপথে একটি মুদি দোকানে প্রকাশ্যে এক লাখ টাকা চাঁদা চেয়েছে ছাত্রদল নেতা ওবায়দুল হক সৈকত। চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মেরে দোকান লুটপাট করেন তিনি।

সোমবার (২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর পান্থপথ সিগন্যালের পাশে চাঁদপুর জেনারেল স্টোরে এ ঘটনা ঘটে।

হামলার ঘটনাটি রেকর্ড হয়েছে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায়। ওই ফুটেছে দেখা যায়, ৮ থেকে ১০ জন সঙ্গীসহ লাঠিসোঁটা নিয়ে দোকানে হাজির হয় সৈকত। এরপর তর্কবির্কতের একপর্যায়ে হামলা চালায় দোকানির ওপরে।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

ভুক্তভোগী ব্যবসায়ী মনির হোসেন জানান, কয়েকদিন আগে সৈকত তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকিও দেয়। এরপর গত সোমবার রাতে দোকানে হামলা চালায়। তাকে এবং ভাইকে মারধর করে। দোকানে থাকা নগদ ৬০ হাজার টাকাসহ দোকানের জিনিসপত্র নিয়ে যায়। বর্তমানে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে৷

সিসিটিভি ফুটেজ এবং সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, হামলাকারী হলেন ওবায়দুল হক সৈকত। তিনি ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব কলাবাগান থানার আহ্বায়ক।

আরও পড়ুনঃ  লেবাননের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ, পিছু হঠল ইসরায়েলি বাহিনী

এসব অপকর্মের বিষয়ে সৈকতের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দোকানদার মনির হোসেন নিজেকে যুবদলের সদস্য পরিচয় দিয়ে উল্টো তাদের ওপর হামলার চেষ্টা করে। চাঁদা দাবি করার বিষয়টা মিথ্যা।

সৈকতের এমন কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন জানান, এই ঘটনাটি শুনেছি। তার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ