Tuesday, March 18, 2025

বৈষম্যের অবসান চাইলেন মিজানুর রহমান আজহারী

আরও পড়ুন

বুধবার (২৮ আগস্ট) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রাষ্ট্রের কর্তাব্যক্তিদের উদ্দেশ্য করে এ পোস্ট করেন।

পোস্ট তিনি লিখেন, বৈষম্যের অবসান ঘটুক সর্বত্র-অর্থনীতি, রাজনীতি, নিয়োগ প্রক্রিয়াসহ দেশের সকল পর্যায়ে। পোস্টে আজহারী বলেন, নিশ্চিত হোক ইনসাফ, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ।

বিশিষ্ট স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী রাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময়ে কথা বলে থাকেন।

জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল
এরআগে গত রোববার (২৫ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে ঘটে এ ঘটনা। এ ঘটনায় আনসার বাহিনীকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন মিজানুর রহমান আজহারী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি সম্পর্কিত একটি পোস্ট দেন।

আরও পড়ুনঃ  ঢামেকে চিকিৎসকের ওপর হামলা নিয়ে সারজিসের কড়া বার্তা

পোস্টে আজহারী বলেন, দেশের অসময়ে আনসার বাহিনীর এমন বিশৃঙ্খলা কাম্য নয়। ফ্যাসিস্ট আচরণ করলে, সেটা কীভাবে রুখে দিতে হয়, সে বিষয়ে ছাত্র জনতার অলরেডি পিএইচডি করা হয়ে গিয়েছে। তাই, সংঘর্ষে না জড়িয়ে দায়িত্বশীল আচরণ করুন। শান্তিপূর্ণ উপায়ে সমাধানে আসুন।

চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন আনসার সদস্যরা। একপর্যায়ে দুপুরে সচিবালয়ে ঢুকে পড়েন বিক্ষোভকারী আনসারদের একাংশ। তারা সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে পড়েন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের প্রতিনিধিদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়। কিন্তু এর কিছুক্ষণ পর আবারও আন্দোলন শুরু করেন আনসার সদস্যরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

আরও পড়ুনঃ  দলীয় নেতাদের সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার পরামর্শ আ.লীগের

পরে সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় আনসার সদস্যরা। রাত সোয়া ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ