Monday, July 28, 2025

ঘোড়াঘাটে আ.লীগের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

আরও পড়ুন

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার শান্তি পূর্ণ সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা হামলার ঘটনায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) রাতে পৌর ছাত্রদলের সদস্য শহিদ শেখ বাদী হয়ে থানায় মামলাটি করেন। পরে দিনভর অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, পৌরশহরের ফারুকুল ইসলাম ফারুক কাজী (৪৮), তামিম হোসেন (২৫) এবং নাফিস মিয়া (২৫)।

আরও পড়ুনঃ  চাঁদপুরে আ.লীগ নেতাকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ

মামলার প্রধান আসামি করা হয়েছে পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আকতারকে। এছাড়া পৌর আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতা মুরাদ হোসেন, আসাদুজ্জামান শিমুল, কবিরুল ইসলামসহ আরও অনেক নেতার নেতৃত্বে এ হামলা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট বিকেল চারটার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালান।
এ সময় বেশ কয়েকজন গুরুতর জখমসহ যানবাহন ভাঙচুর, দুটি মোটরসাইকেল এবং দোকান ঘরে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আতঙ্ক সৃষ্টি করার জন্য কয়েকটি পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

আরও পড়ুনঃ  অফিস শেষে বাসায় ফিরছিলেন হাবিব, অতঃপর...

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান বলেন, সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা হামলার ঘটনায় শনিবার রাত ১২ টার পর একটি মামলা হয়েছে। এজাহারে ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে মামলায় আসামি করা হয়েছে। এতে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। রোববার গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ