Thursday, March 20, 2025

আল্লাহর কাছে সাহায্য চাইলেন সারজিস

আরও পড়ুন

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে সবকিছু স্বাভাবিক করতে আল্লাহর কাছে সাহায্য চাইলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক পোস্টে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘হে আল্লাহ, এই দুর্যোগে আপনার সাহায্য ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আপনি আমাদের সহায় হোন।’

এর আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) বন্যার্তদের সাহায্যে গণত্রাণ সংগ্রহ ও উদ্ধার কাজে অংশগ্রহণ করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি ইউনিট। দিনব্যাপী বন্যার্তদের সহযোগিতায় সারজিসকেও মাঠে দেখা গেছে।

আরও পড়ুনঃ  ২৬ জেলায় নতুন পুলিশ সুপার

বৃহস্পতিবার সার্বক্ষণিক বন্যার অবস্থা তুলে ধরে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বার্তা দিয়েছেন সারজিস। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনীতে যারা রয়েছেন, আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে সবার আগে আমাদের ভাইবোনদের জীবন বাঁচান। আশ্রয়কেন্দ্রে নিয়ে আসুন প্লিজ।

এদিকে উজানের ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত ১৩ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এর মধ্যে কুমিল্লায় ৪, কক্সবাজারে ৩, চট্টগ্রামে ২, নোয়াখালীতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ ও ফেনিতে ১ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা

এ ছাড়াও চলমান এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪৫ লাখ মানুষ এবং পানিবন্দি রয়েছে প্রায় ৯ লাখ মানুষ।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ১২টার পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।

কামরুল হাসান বলেন, বন্যা পরিস্থিতি ধীরগতিতে উন্নতি হচ্ছে। এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ১ লাখ ৮৮ হাজার ৭৩৯ মানুষ। বন্যাকবলিত এলাকাগুলোয় এখন পর্যন্ত ৩ কোটি ৫২ লাখ টাকা, ২০ হাজার ১৫০ টন চাল, ১৫ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ‘মা, আমি ছোট আমারে কে গুলি করবে?’

সর্বশেষ সংবাদ