Tuesday, March 18, 2025

নসরুল হামিদের অফিস থেকে উদ্ধার অর্থ-অস্ত্র-গুলি

আরও পড়ুন

রাজধানীর বনানী এলাকায় সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন হামিদ গ্রুপের অফিস ভবনে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত মঙ্গলবার মধ্যরাত থেকে প্রিয় প্রাঙ্গণ নামে ভবনটির দ্বিতীয় তলায় অভিযান শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত চলে সে অভিযান।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রিয়াজুল হক বলেন, অভিযানে নগদ টাকা ও বিদেশি মুদ্রা মিলিয়ে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি অস্ত্র এবং ৫০ রাউন্ড গুলি পাওয়া যায়।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ফের তেলের ট্যাংকারে ভয়াবহ আগুন

তিনি আরও বলেন, অভিযানে হামিদ গ্রুপের অফিসের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস রুমে টেবিলের একটি ড্রয়ার থেকে ৩ লাখ ৮ হাজার ৭০০ এবং আরেকটি থেকে ৩ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। এ ছাড়া অফিস থেকে আরও ২০ লাখ ৯৩ হাজার টাকা জব্দ করা হয়। পাশাপাশি ৫০ পাউন্ডের ৪টি নোট, ২০০ লিরার নোট একটি, ১০০ লিরার ২টি, ৫০ লিরার একটি, ২০ লিরার একটি এবং ১০ লিরার ৪টি নোট উদ্ধার করা হয়। ভবনের অন্য ফ্লোরে থাকা অফিসের দরজার তালা ভাঙা এবং মালপত্র তছনছ অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুনঃ  মক্কায় কোরআন প্রতিযোগিতায় ২ বাংলাদেশির সাফল্য

এদিকে অভিযানের শুরু থেকেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ছাড়াও ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত ছিলেন।

অভিযান শেষে নুরুল হক নুর গণমাধ্যমকে বলেন, আমাদের কাছে খবর ছিল, এখান থেকে নসরুল হামিদ ছাত্র-জনতার আন্দোলন দমনের জন্য ছাত্রলীগ ও তার সংগঠনের ছেলেদের টাকা-পয়সা দিতেন। সে কারণে তথ্যপ্রমাণ সংগ্রহ করতেই প্রতিটি ফ্লোরে অভিযান চালানো হয়। এ ভবন থেকেই জুলাই ও আগস্ট মাসে পেশাদার অস্ত্রধারীদের টাকা বিলানো হয়েছে বলে অভিযোগ আছে। এসব তথ্য তার লোকজনের কাছ থেকে জানতে পেরেই অভিযানে এসেছিলাম।

আরও পড়ুনঃ  জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ স্থগিত ঘোষণা

সর্বশেষ সংবাদ