Wednesday, August 13, 2025

বন্যাদুর্গত কয়েকটি উপজেলায় নেটওয়ার্ক বিচ্ছিন্ন : উপদেষ্টা নাহিদ

আরও পড়ুন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, অপটিক্যাল ফাইবার ড্যামেজ হওয়ার কারণে বন্যাদুর্গত কয়েকটি উপজেলায় নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তার বরাত দিয়ে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়, বন্যাদুর্গত এলাকার ১৩ শতাংশ সাইট ডাউন আছে। কয়েকটি উপজেলায় অপটিক্যাল ফাইবার ড্যামেজ হওয়ার কারণে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে কয়েকটি জায়গায়। জেনারেটর ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ঢাকায় দুই ডজন বাড়ি ও অর্ধশতাধিক ফ্ল্যাট ডিবি হারুনের

বার্তায় আরও বলা হয়েছে, নেটওয়ার্ক একবারে বিচ্ছিন্ন হলে ১০টি ভিএসএটি (VSAT) প্রস্তুত আছে। সংশ্লিষ্ট এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করতে নির্দেশনা দেয়া আছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ