Thursday, March 20, 2025

সন্ধ্যায় বাসায় ফিরবেন খালেদা জিয়া

আরও পড়ুন

গণতন্ত্রের মাতা দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বুধবার সন্ধ্যায় বাসায় ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন।

এর আগে রোববার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে ডা. জাহিদ জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য দ্রুততম সময়ের মধ্যে বিদেশে যাবেন। তবে কোথায় যাবেন, কোন হাসপাতালে চিকিৎসা নেবেন- তা এখনো চূড়ান্ত হয়নি।

আরও পড়ুনঃ  আ. লীগের বিচার নিয়ে কেন রাজনৈতিক দলগুলো সোচ্চার না? যা বললেন সামান্তা

তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখন পর্যবেক্ষণ করা হচ্ছে। যথাসময়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ