Tuesday, March 18, 2025

ফরিদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

আরও পড়ুন

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষে কবির ভূঁইয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। বুধবার (২১ আগস্ট) সকালে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ও কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সমর্থকদের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মূলত কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পথসভা আয়োজনকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে নিহত কবির ভূঁইয়া (৫৫) উপজেলার ছাগলদি গ্রামের আবুল বসার ভূঁইয়ার ছেলে। তিনি বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুলের সমর্থক ছিলেন বলেও জানা গেছে।

আরও পড়ুনঃ  ভূমি অফিস যেন ঘুষের হাট, টাকা ছাড়া মেলে না সেবা

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে কারও পরিচয় এখনো পাওয়া যায়নি।

নগরকান্দা থানার ওসি মো. আমিনুর রহমান কালবেলাকে জানায়, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পথসভা আয়োজনকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন, আহতের সংখ্যাও অনেক। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল কালবেলাকে জানায়, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুনঃ  চাঁদা না পেয়ে মসজিদের ইমামকে কুপিয়েছে দুর্বৃত্তরা

সংঘর্ষের ঘটনা বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুল কালবেলাকে জানায়, আমি নগরকান্দায় একটি প্রোগ্রামে আসছিলাম। এ সময় শ্যামা ওবায়েদের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন জায়গায় আমার ওপর চোরাগোপ্তা হামলা চালায়। একজন মারা গেছেন, আরেকজনকে মুমূর্ষ অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে, তার অবস্থাও আশঙ্কাজনক।

এ বিষয়ে শ্যামা ওবায়েদকে তার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার ফোন করে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ