Monday, August 18, 2025

শোবার ঘরে সাপের কামড়ে কলেজছাত্রীর মৃত্যু

আরও পড়ুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) রাতে শিবগঞ্জ পৌর এলাকার তেঘরী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মাইশা আনজুম (১৭)। সে চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হয়েছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও শয়নকক্ষে খাটের ওপর ঘুমিয়ে ছিল মাইশা। সঙ্গে ছিল ছোট বোন মোবাশ্বিরা। রাত ২টার দিকে ঘুমন্ত মাইশার পায়ে বিষধর সাপ কামড় দিলে চিৎকার করে ওঠে সে। পরে তাকে ওই রাতেই শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  দেয়ালে দেয়ালে মুক্তি, সংগ্রাম, সাম্য ও সম্প্রীতির বার্তা

মাইশার বাবা মজনু মিয়া বলেন, পরে অনেক খুঁজেও সাপটির কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ