Tuesday, August 12, 2025

বগুড়ায় শেখ হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

আরও পড়ুন

আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮২ জনের নামে বগুড়ায় আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে বগুড়া শহরের চক আকাশতারা মহল্লার বাসিন্দা নিহত রিকশাচালক কমর উদ্দিন ওরফে বাঙ্গির স্ত্রী তহমিনা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন।

এর আগে গত ৪ আগস্ট দুপুরে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে নিহত হন বাঙ্গি।

আরও পড়ুনঃ  ঘূর্ণিঝড় ‘দানা’ নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- বগুড়া জেলা আ.লীগের সভাপতি ও সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, জেলা যুবলীগের সভাপতি শুভাশিস পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুসহ আ.লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী।

মামলায় উল্লেখ করা হয়েছে- কমর উদ্দিন বাঙ্গি পেশায় রিকশাচালক। গত ৪ আগস্ট তিনি ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করে বিকেল ৪টার দিকে শহরের নবাববাড়ি সড়কে ডায়াবেটিস হাসপাতালের সামনে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে অন্যান্য আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে। এসময় আন্দোলনরত লোকজন ছোটাছুটি শুরু করলে আসামিরা বাঙ্গির ওপর হামলা চালায়।

আরও পড়ুনঃ  বিপুল পরিমাণ টাকা ও ১ কেজি স্বর্ণসহ গণপূর্তের প্রকৌশলী আটক

আসামিদের নিক্ষেপ করা ককটেলের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাঙ্গি।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১০১ জনের নামে স্কুল শিক্ষক সেলিম হোসেনকে কুপিয়ে হত্যার অভিযোগে এর আগে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ