Wednesday, March 19, 2025

৬০ জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ, দায়িত্বে ৬১ ডিসি

আরও পড়ুন

সারা দেশে ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান মারা যাওয়ায় নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, অপসারণকৃত জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসকরা (ডিসি) দায়িত্ব পালন করবেন।

একইসঙ্গে শূন্য হওয়া নাটোর জেলা পরিষদে স্থানীয় জেলা প্রশাসক দায়িত্ব পালন করবেন।

এর আগে দেশের ৪৯৫টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। অপসারণকৃত চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুনঃ  হত্যাকারীদের বিরুদ্ধে ভুক্তভোগীদের মামলা করার আহ্বান আসিফের

সর্বশেষ সংবাদ