Tuesday, March 18, 2025

আরাফাতকে পেলেই গণধোলাই : হিরো আলম

আরও পড়ুন

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে খুঁজে পেলেই গণধোলাই দেবেন বলে জানিয়েছেন ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। সম্প্রতি এক ভিডিওবার্তায় হিরো আলম বলেন, আমার জিতে যাওয়া আসন ‘জোর করে ছিনিয়ে নেয়া’ হয়েছে। পেটোয়া বাহিনী দিয়ে তার ওপর ‘ন্যক্কারজনক হামলার’ বিচারও চেয়েছেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা ভিডিওতে হিরো আলম বলেন, ‘ঢাকা-১৭ আসনে যে নির্বাচন হয়েছিল, সেখানে আমি বিপুল ভোটে জয়লাভ করি। আরাফাত যখন দেখেছে আমি জয়লাভ করছি, তখন ভোটে জিততে না পারায় সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে ভীষণ মারধর করে আমার ভোটের ফলাফল ছিনিয়ে নেয়। সে আমাকে খুন করার চেষ্টা করে।’

আরও পড়ুনঃ  পদত্যাগ করলেন বাংলা একাডেমির মহাপরিচালক

তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, ‘আমার ওপর কী রকম নির্যাতন হয়েছে, তা আপনারা সবাই দেখেছেন। তাই প্রিয় দেশবাসী, আরাফাত রহমানকে যেখানেই পাবেন না কেন, ধরে গণধোলাই দেবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করবেন। এবং আমাকেও জানাবেন তাকে পেলে; আমিও তাকে গণধোলাই দেব।’

আরাফাতের বিরুদ্ধে হত্যা মামলা করবেন জানিয়ে হিরো আলম বলেন, ‘সে আমাকে খুন করতে চেয়েছিল। এজন্য যেদিনই পুলিশ তাকে গ্রেপ্তার করবে, সেদিনই আমি তার বিরুদ্ধে হত্যা মামলা দেব। সে আমার যে আসনটা ছিনিয়ে নিয়েছে, তার বিচার চাই।’

আরও পড়ুনঃ  দলীয় নেতাদের সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার পরামর্শ আ.লীগের

সাবেক প্রতিমন্ত্রী আরাফাতের বিরুদ্ধে মামলা দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করছেন জানিয়ে হিরো আলম বলেন, ‘(আরাফাতকে) যেদিন পাব, সেদিনই তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে।’

আরাফাত রহমান গত এক বছরে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ করেন আলোচিত এ ইউটিউবার।

উল্লেখ্য, ২০২৩ সালে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে একতারা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের কাছে পরাজিত হন তিনি। নৌকা প্রতীক নিয়ে আরাফাত পেয়েছিলেন ২৮ হাজার ৮১৬ ভোট, হিরো আলম পেয়েছিলেন ৫ হাজার ৬০৯ ভোট।

আরও পড়ুনঃ  দেশের প্রথম আলেম উপদেষ্টা হয়ে কী বললেন আ ফ ম খালিদ হোসেন

নির্বাচনী প্রচারণাকালে তার ওপর হামলা হয়, যা সে সময় দেশি-বিদেশি সংবাদমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়।

সর্বশেষ সংবাদ