Tuesday, July 29, 2025

বৃহস্পতিবার সকাল ১০টায় মাঠে নামবে শিক্ষার্থীরা

আরও পড়ুন

চার দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ এর অংশ হিসেবে সারাদেশে ‘সর্বাত্মক অবস্থান কর্মসূচি’ পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি শুরু হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। সারাদেশের ছাত্র-জনতাকে এই কর্মসূচি সফল করার জন্য আহবান জানিয়েছে প্ল্যাটফর্মটির শিক্ষার্থীরা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ তাদের অন্য দাবিগুলো হলো- ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে; সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও চৌদ্দ দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় যারা অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে; প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে এবং প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  শতভাগ সততা, দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করুন : নৌ উপদেষ্টা

সর্বশেষ সংবাদ