Monday, July 28, 2025

ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার তথ্য জানাতে হটলাইন চালু

আরও পড়ুন

ছাত্র-নাগরিক গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর দেশকে অস্থিতিশীল করতে সংখ্যালঘুদের উপাসনালয়ে দুর্বৃত্তরা হামলা চালাচ্ছে বলে জানায় বিভিন্ন সংগঠন। এর প্রতিকার চেয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন ধর্মীয় সংগঠন।

সোমবার (১২ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্দির, গির্জা, প্যাগোডা বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটলে তার তথ্য জানাতে সবাইকে অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে মন্দির, গির্জা, প্যাগোডা বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান দুর্বৃত্তের হামলার শিকার বা আক্রান্ত হলে তার তথ্য ০১৭৬৬-৮৪৩৮০৯ এই মোবাইল নম্বরে ফোন বা খুদেবার্তার মাধ্যমে পাঠাতে অনুরোধ করা হয়।

আরও পড়ুনঃ  আমেরিকার দূতাবাসে কেন যোগাযোগ করেছিলেন উপদেষ্টা আসিফ জানালেন নিজেই

এ ছাড়া ইসলামী ফ্রন্ট সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি ঘিরে দেশজুড়ে মাজার, মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে হামলা-ভাঙচুরের সঠিক বিচার দাবি করেছে।

বাংলাদেশ জামায়াত ইসলামী দেশজুড়ে বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের ওপর দুষ্কৃতকারীদের হামলা, ভাঙচুর ও নির্যাতনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে তারা শক্তিশালী কমিশন গঠনের মাধ্যমে দ্রুততম সময়ে হামলার সঙ্গে জড়িতদের বিচারেরও দাবি করেছে সংগঠনটি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ