Wednesday, March 19, 2025

পদত্যাগ করলেন বাংলা একাডেমির মহাপরিচালক

আরও পড়ুন

বাংলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী পদত্যাগ করেছেন।

শনিবার (১০ আগস্ট) বিকেলে তিনি পদত্যাগ করেন।

বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৮ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক পদে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ২৪ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করেন।

হারুন-উর-রশীদ আসকারী ১৯৯০ সালের জুলাইয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগদান করেন এবং ২০০৫ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। এ ছাড়া তিনি ২০০৮ সালের অক্টোবর থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত সৌদি আরবের বাদশাহ খালিদ বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ছিলেন। পরে তিনি ২০১৬ সালের আগস্টে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন।

আরও পড়ুনঃ  এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ

সর্বশেষ সংবাদ