Saturday, January 11, 2025

গোলাম আযমের বাসায় গিয়ে যা বললেন জামায়াত আমির

আরও পড়ুন

দীর্ঘ সময় বন্দিদশা থেকে মুক্ত সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (০৯ আগস্ট) রাতে বড় মগবাজারের বাসায় তার সঙ্গে দেখা করেন তিনি। মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আমান আযমী।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি (আমান আযমী) শারীরিক ও মানসিকভাবে অনেক বিধ্বস্ত। আমাদের সঙ্গেও তিনি স্বাভাবিক কথা বলতে পারেননি। আপনাদের উপস্থিতিতে তিনি সম্মান জানিয়ে আমাদের মাধ্যমে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। তার পক্ষ থেকে আমি আপনাদের সালাম পৌঁছাচ্ছি। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

আরও পড়ুনঃ  ঝালকাঠিতে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

জামায়াত আমির আরও বলেন, তিনি যখন সুস্থ হয়ে উঠবেন তখন আপনাদের সঙ্গে কথা বলতে পারবেন। এখনো তিনি আপনাদের সঙ্গে কথা বলার জন্য উপযুক্ত সুস্থ নন। উনার উপর যে জুলুম হয়েছে সব কিছুর সাক্ষী একমাত্র মহান আল্লাহ। আপাতত এটুকু বলব, ওনার মাধ্যমে আল্লাহ যদি কোনো খেদমত কবুল করে রাখেন সেটি যেন সঠিকভাবে করতে পারেন- আপনারা দোয়া করেন।

বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উনার শারীরিক-মানসিক অবস্থা ভালো নেই। উনি বিধ্বস্ত।

আরও পড়ুনঃ  প্রতিদিন খালি পেটে খেজুর খেলে কী হয়

উল্লেখ্য, ২০১৬ সালের ২২ আগস্ট রাতে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আমান আযমীকে আটক করা হয়। রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেয় আওয়ামী লীগ সরকার। জামায়াতের পক্ষ থেকে আটকের বিষয়টি একাধিকবার দাবি করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশকে ১৩ হাজার কোটি টাকা দেবে জার্মানি

সর্বশেষ সংবাদ