Wednesday, March 19, 2025

কারামুক্ত নুর

আরও পড়ুন

কারামুক্ত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বেলা আড়াইটার দিকে মঙ্গলবার (৬ আগস্ট) নুর কারা ফটক থেকে বেরিয়ে আসেন।

নুরের আইনজীবী খাদেমুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী ও মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত তার জামিনের এ আদেশ দেন।

এ সময় কারাগার থেকে মুক্ত নুরকে নিতে কারাগারে আসেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক জনতা।

এর আগে রাজধানীতে সেতু ভবনে হামলা, বনানী ও মেট্রোরেলে নাশকতায় কাফরুল থানার এক মামলায় গত ২১ জুলাই নুরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৬ জুলাই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  প্রধান বিচারপতিসহ ৭ বিচারপতির পদত্যাগ দাবি আসিফ মাহমুদের

পরে ২৮ জুলাই আবারও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে নাশকতার মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১ আগস্ট রিমান্ড শেষে নুরকে কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ সংবাদ