Friday, January 10, 2025

ঢাকায় জনস্রোত

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে কারফিউ ভেঙে ঢাকার রাজপথে লাখো মানুষ। মতিঝিল, পল্পন, ধানমন্ডি, মিরপুর, মালিবাগ, শনির আখড়া, আজিমপুরসহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ শাহবাগের দিকে আসছেন। এ ছাড়া ঢাকার প্রবেশপথগুলো দিয়ে হেঁটে ঢাকায় প্রবেশ করছে হাজারো মানুষের মিছিল।

সোমবার (৫ আগস্ট) কর্মসূচিতে যোগ দিতে আসা আন্দোলনকারীরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে বাধাগ্রস্ত হলেও অবশেষে শাহবাগে প্রবেশ করে অবরোধ করেছেন তারা। দুপুর আড়াইটার দিকে জনসমুদ্রে পরিণত হয়েছে সাভার।

আরও পড়ুনঃ  সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন

দুপুর ১টার দিকে মৎস্য ভবন এলাকার রাস্তা দিয়ে শাহবাগে প্রবেশ করেন আন্দোলনকারীরা। পরে সেনাবাহিনী তাদের বেষ্টনী দিয়ে নিরাপত্তা দেয়। পেছনে পুলিশ অবস্থান করতে থাকে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে হাজার হাজার আন্দোলনকারী মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে যাত্রা করতে থাকে।

এর আগে, সকাল ১০টার দিকে ১০০ থেকে ১৫০ জন আন্দোলনকারী শহীদ মিনারে আসলে পুলিশ গুলি, লাঠিচার্জ করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  জিজ্ঞাসাবাদ শেষে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন আজহারী

এরপর বেলা পৌনে ১১টার দিকে আন্দোলনকারীদের উদ্দেশে চানখারপুল এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করে পুলিশ। এরপর ঢাকা মেডিকেলে কিছু আন্দোলনকারী ঢুকে পড়লে জরুরি বিভাগে গিয়েও হামলা চালানোর ঘটনা ঘটে।

সর্বশেষ সংবাদ