Friday, January 10, 2025

আরও দুজনকে ডিবি হেফাজতে নেওয়ার কথা জানালেন হারুন

আরও পড়ুন

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব ও কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
রোববার (২৮ জুলাই) ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ডিবিপ্রধান বলেন, নিরাপত্তার কারণে নুসরাত, আসিফসহ পাঁচজনকে ডিবির হেফাজতে আনা হয়েছে। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

নুসরাত তাবাসসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী। রোববার ভোরে রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকা থেকে তাকে তুলে আনা হয়।

আরও পড়ুনঃ  বৃহস্পতিবার সকাল ১০টায় মাঠে নামবে শিক্ষার্থীরা

এ ছাড়াও শনিবার (২৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে তাকে রাজধানীর উত্তরার বাসা থেকে তুলে নেওয়া হয় শিক্ষক আসিফ মাহতাবকে।

আসিফ মাহতাবের পরিবার থেকে এমন তথ্য জানানো হয়। তারা সংবাদমাধ্যমকে জানিয়েছে রাত ১টার দিকে সাদা পোশাকে আসা কয়েকজন আসিফ মাহতাবকে তুলে নিয়ে যায়।

সর্বশেষ সংবাদ