Tuesday, August 12, 2025

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শামীম ওসমান

আরও পড়ুন

নারায়ণগঞ্জ-৪ আসনের আলোচিত সংসদ সদস্য একেএম শামীম ওসমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে পাকস্থলীর সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান বলেন, বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ডাক্তারের অবজারভেশনে রয়েছেন।

তিনি আরও বলেন, ইতোমধ্যে বাবার সিটি স্ক্যান করানো হয়েছে। ডাক্তার বলেছেন, তিনি এখন শঙ্কামুক্ত। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও শামীম ওসমানের ছবি পোস্ট করে দোয়া চেয়েছেন ইমতিনান অয়ন ওসমান ।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  কিস্তির টাকা না পেয়ে গরু নিয়ে আসা সেই এনজিও কর্মী বরখাস্ত

সর্বশেষ সংবাদ