Monday, August 18, 2025

মেসির ইনজুরির সর্বশেষ অবস্থা জানাল মায়ামি

আরও পড়ুন

লিওনেল মেসির নেতৃত্বে আরও একটি শিরোপা দিয়ে কোপা আমেরিকা শেষ করেছে আর্জেন্টিনা। চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফিরেছেন আলবিসেলেস্তেরা। তবে আমেরিকাতেই রয়ে গেছেন মেসি।

মূলত পায়ের ইনজুরির কারণে দলের সঙ্গে আর্জেন্টিনায় জাননি আলবিসেলেস্তেদের অধিনায়ক। তাকে ছাড়াই স্বল্পপরিসরে দেশের মাটিতে শিরোপা উৎসব করে ডি মারিয়া-লাউতারোরা।

গত সোমবার (১৭ জুলাই) ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়েন মেসি। সব ধরনের পরীক্ষার পর সেই ইনজুরির সর্বশেষ অবস্থা জানিয়েছে তার ক্লাব ইন্টার মায়ামি।

আরও পড়ুনঃ  অবশেষে ঢাকায় ফিরছেন হাথুরুসিংহে

এতে সুখবর দিয়েছে মেজর লিগ সকারের (এমএলএম) ক্লাবটি। ডান পায়ের গোড়ালির লিগামেন্টে আঘাত পেলেও অপারেশনের প্রয়োজন পড়ছে না আর্জেন্টাইন কিংবদন্তির।

তবে পুরোপুরি সুস্থ হতে লম্বা সময় লাগবে বলে জানিয়েছে তার ক্লাব। কতদিন খেলার বাইরে থাকবেন তা নির্দিষ্ট করে জানায়নি দলটি। সূচি অনুযায়ী আগামী ১০ দিনে ৩টি ম্যাচ খেলতে হবে ইন্টার মায়ামিকে।

গত সোমবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে হয় কোপার ৪৮তম আসরের ফাইনাল। সে ম্যাচের ৩৫ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারের ট্রাকেলে ডান পায়ে আঘাত পান মেসি। প্রাথমিক চিকিৎসার পর আবারও মাঠে ফেরেন তিনি। পরে দ্বিতীয়ার্ধে একই জায়গায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ডাগআউটে ফিরে কাঁদতে দেখা যায় মেসিকে।

আরও পড়ুনঃ  মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার বড় জয়

ম্যাচের অতিরিক্ত সময়ে লাউতারো মার্তিনেজের গোলে কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬তম আসরের শিরোপা জেতে আর্জেন্টিনা। পরে সতীর্থদের সঙ্গে শিরোপা উৎসব করেন তিনি।

সোমবারের ফাইনালের পর দেশে ফিরেছেন অনেকে। আর্জেন্টাইন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, পায়ের ইনজুরি এবং পরিবারকে সময় দেওয়ার জন্য আমেরিকাতেই রয়ে গেছেন তিনি। একই সঙ্গে আর্জেন্টিনায় যাননি গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজও।

ইনজুরি নিয়ে সময়টা ভালো কাটছে মেসির। পরিবারের সঙ্গে বেশ ভালো সময় কাটাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বকনিষ্ঠ ছেলে সিরোর সঙ্গে দুপুরের খাবারের সময়ের একটি ছবি পোস্ট করেন মেসি। কিছুদিন বিশ্রামের পর শুরু হবে তার পুর্নবাসন প্রক্রিয়া।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ