সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য দেশের সব শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে দীর্ঘদিন যাবৎ। এবারে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের অতর্কিত হামলায় সারাদেশে ৬ জন নিহত ও কয়েকশ শিক্ষার্থী আহত হয়।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় এরকম হামলাকাণ্ডের তীব্র নিন্দা ও কোটা সংস্কারের দাবি জানিয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারী ছাত্রী হলের আবাসিক শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ছাত্রীদের আবাসিক হল প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে বিকেল ৩টা থেকে বশেমুরবিপ্রবির আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীরা একত্রিত হয়ে হাজার হাজার শিক্ষার্থী বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের যোগদান করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
এ সময় শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। পুরো ক্যাম্পাসে ঘুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাসের মেইন গেটের সামনে অবস্থান নেন তারা।
ঢাকা, জাহাঙ্গীরনগরসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার বিচার ও কোটা সংস্কারের একদফা দাবি জানান তারা। কোনো রকম সহিংসতা ছাড়াই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সন্ধ্যা ৫টায় শেষ হয়।