Tuesday, August 12, 2025

গুলিতে মৃত্যুর আগে লেখা ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

আরও পড়ুন

চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষে চট্টগ্রাম কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে দুপক্ষের সংঘর্ষে তিনি নিহত হন। নিহতের পরে ওয়াসিম আকরামের দুটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে।

এরমধ্যে ওয়াসিম আকরাম সর্বশেষ স্ট্যটাসটি দেন মঙ্গলবার বেলা ২টা দুইটা এক মিনিটে। ওই স্ট্যাটাসে কোটা আন্দোলনকারীদের ষোল শহরে যাবার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘চলে আসুন ষোলশহর’। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্ট্যাটাসটি ৯ হাজার ৭০০-এরও বেশিবার শেয়ার হয়েছে। ৩২ হাজার ফেসবুক ব্যবহারকারী সেখানে রিঅ্যাকশন দিয়েছেন, কমেন্টস করেছেন ৩ হাজার ৭০০ ফেসবুক ব্যবহারকারী।

আরও পড়ুনঃ  চাপাতি হাতে ভাইরাল আদাবরের সেই কিশোরসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

সর্বশেষ স্ট্যাটাসের আগে সোমবার দিবাগত রাত ১টা ১৬ মিনিটে আরেকটি স্ট্যাটাস দিয়েছিলেন ওয়াসিম আকরাম। ওই স্ট্যাটাসে কোটা আন্দোলনকারীদের সঙ্গে নিজের ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার প্রাণের সংগঠন। আমি এই পরিচয়ে শহিদ হবো।’

এর আগে মঙ্গলবার বেলা ৩টার দিকে নগরীর মুরাদপুরে শিক্ষার্থীদের ওপর অস্ত্রধারীরা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজনের মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জনের মতো শিক্ষার্থী। যাদের মধ্যে ৭ থেকে আটজন গুলিবিদ্ধ হন।

আরও পড়ুনঃ  ‘আমি স্বামীর কাছে আসব, নাকি সন্তানের কাছে যাবো?’

নিহতদের মধ্যে ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি ছুরিকাঘাতে মারা গেছেন। ওয়াসিম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স থার্ড ইয়ারের ছাত্র। তার গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়ায়। ওয়াসিম শহরের বহদ্দারহাটে থাকতেন।

নিহত অপর দুই ব্যক্তি হলেন- মোহাম্মদ ফারুক (৩২) ও ফয়সাল আহমেদ শান্ত (২৪)। এরমধ্যে মোহাম্মদ ফারুক স্থানীয় একটি ওয়ার্কশপের মিস্ত্রি। তার গ্রামের বাড়ি নোয়াখালী। আর ফয়সাল আহমেদ চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ