Monday, August 18, 2025

চাপাতি হাতে ভাইরাল আদাবরের সেই কিশোরসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

আরও পড়ুন

সম্প্রতি এক কিশোরকে প্রকাশ্যে সাধারণ লোকজনকে সামুরাই চাপাতি দিয়ে কোপাতে এবং ভয়ভীতি দেখাতে দেখা যায়। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। শনিবার (১৫ মার্চ) দিবাগত মধ্যরাতে ওই কিশোরসহ চারজনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর সেনাবাহিনী।

জানা গেছে, গ্রেফতার হওয়া কিশোর ছেলেটি ‘টুন্ডা বাবু’ গ্রুপের ছত্রছায়ায় এসব সন্ত্রাসী কার্যক্রম করতো। টুন্ডা বাবু ও তার ভাই স্বপন উঠতি বয়সি কিশোর ছেলেদের এভাবে প্রশিক্ষণ দিতো। এছাড়াও সামাজিক মাধ্যমে তাদেরকে ভাইরাল করে এরকম সন্ত্রাসী কার্যক্রমে প্রলুব্ধ করতো গ্রুপটি।

আরও পড়ুনঃ  দোকান কর্মচারী থেকে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ, স্বামীর চেয়ে এগিয়ে স্ত্রী

ভিডিওটি ভাইরাল হওয়ার পর মোহাম্মদপুর সেনাবাহিনী এই টুন্ডা বাবু গ্রুপের সদস্যদের অবস্থান নির্ণয় করে। পরে এদিন রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই কিশোর গ্যাং সদস্যদের অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৫২০ পিস বিক্রয়ের জন্য প্রস্তুতকৃত রেডিমেড গাঁজা স্টিক, তিনটি বড় সামুরাই, একটি চাপাতি এবং ছোট-বড় আরও ছয়টি ছুরি পাওয়া যায়।

উল্লেখ্য, আলোচিত টুন্ডা বাবু কিছুদিন আগে র‍্যাবের কাছে গ্রেফতার হয়। তার অবর্তমানে তার ছোট ভাই স্বপন উক্ত গ্যাংকে নেতৃত্ব দিয়ে আসছিল।

আরও পড়ুনঃ  ছাত্র-জনতার ওপর হামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

এই অভিযানের মাধ্যমে টুন্ডা বাবু গ্রুপের বাকি চার সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতারের পর তাদেরকে আইনি প্রক্রিয়া অনুযায়ী আদাবর থানায় হস্তান্তর করা হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ