Friday, January 10, 2025

স্কুল-কলেজ বন্ধ নাকি খোলা, সিদ্ধান্ত দু’দিন পর

আরও পড়ুন

সারাদেশে আজ থেকে আবারও তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদফতর। তবে পরবর্তী দুই দিন আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করেই স্কুল-কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাঁপা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বলেন, আগামীতে দাবদাহ আরও বাড়তে পারে, এমন পূর্বাভাস রয়েছে। আবার অনেক স্কুলেই অনলাইন ক্লাসের সুযোগ নেই।

তাই আবহাওয়াসহ সকল বিষয় বিবেচনা করেই শিক্ষা-প্রতিষ্ঠান খোলা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সেক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও পরামর্শ নেয়া হবে বলে জানান শামসুন্নাহার চাঁপা।

আরও পড়ুনঃ  ঢাবিতে আর যেতে চাই না, ছাত্র-ছাত্রীদের দেখলেই মনে হবে রাজাকার

উল্লেখ্য, গত শনিবার তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি এক সপ্তাহের জন্য বাড়ানো হয়। এ ছাড়া তীব্র গরমের কারণে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এ ছাড়া জবি সব ধরনের পরীক্ষা চলতি সপ্তাহের জন্য স্থগিত করে।

সর্বশেষ সংবাদ