বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কয়েকটি প্রশ্ন রেখে ছাত্রদলের সব ধরনের কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের এক কর্মী।
শনিবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই ঘোষণা দেন মোহাম্মদ আবু সাইদ নামের ওই কর্মী। তিনি দর্শন বিভাগের ২০২২-২৩ সেশনের মাস্টারদা সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী এবং ছাত্রদল ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের গ্রুপে রাজনীতি করতেন বলে জানা গেছে।
আবু সাইদ তার ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (বিএনপির ছাত্র সংগঠন) সকল কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেন। এর আগে তাকে ছাত্রদলের বিভিন্ন আন্দোলন, বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে করা অনশনসহ একাধিক কর্মসূচিতে সক্রিয়ভাবে দেখা গেছে।
আবু সাইদ তারেক রহমানকে ট্যাগ করে ফেসবুকে দেওয়া পোস্টে কয়েকটি কারণ উল্লেখ করেন। তিনি বিএনপিকে পরিবারতান্ত্রিক দল হিসেবে উল্লেখ করে প্রশ্ন তোলেন, কাউন্সিলে দলের চেয়ারম্যান নির্বাচিত না হলে একজন নেতা বা কর্মীর যোগ্যতা থাকা সত্ত্বেও দলের প্রধান হতে পারবেন না কেন।
তিনি সংস্কার কার্যক্রমে বাধা দেওয়া ও ডাকসু নির্বাচনে বাধা দেওয়ার বিষয়েও সমালোচনা করেন। দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, বিএনপি এই বিষয় মানতে চাইছে না উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, একজন ব্যক্তি একাধিকবার প্রধানমন্ত্রী থাকলে দুর্নীতি করবেন না, তার নিশ্চয়তা কী?
আবু সাইদ আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনশনে বসলে ছাত্রদলের পক্ষ থেকে সহযোগিতা পাওয়া যায়নি, বরং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি জি.সি. রয় শাহস তাদের তিরস্কার করেন। ভোলায় ছাত্রদল নেত্রী ঈপ্সিতাকে ধর্ষণ করে হত্যা করা হলেও সহানুভূতি দেখানো হয়নি, কারণ তিনি ছাত্রদল থেকে পদত্যাগ করেছিলেন।
তারেক রহমানের নাম নিয়ে গালিগালাজ করলে দেখে নেওয়ার ও পুলিশ ভেরিফিকেশনের হুমকির অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেন, তারেক রহমানের কি সমালোচনা করা যাবে না?
সবশেষ কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ছাত্রদলের রাজনীতি শুধু প্রোগ্রাম করার মধ্যে সীমাবদ্ধ থাকা এবং অছাত্র ও বয়স্কদের দিয়ে ছাত্রদল পরিচালনা করা নিয়েও তিনি হতাশ।
আবু সাইদ তারেক রহমানের কাছে জানতে চান, বাংলাদেশে তরুণ প্রজন্ম ও জনগণ তার কাছ থেকে কোনো পরিবর্তন দেখতে পাবে কি না। তিনি তার প্রশ্নগুলোর উত্তর দেওয়ারও আহ্বান জানান।