Friday, January 10, 2025

উত্তেজনার মধ্যেই ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, অন্তত ১৪ ইসরাইলি সেনা আহত

আরও পড়ুন

ইরানের হামলার রেশ কাটতে না কাটতেই এবার ইসরাইলে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে ইসরাইলি সেনাবাহিনীর অন্তত ১৪ সদস্য আহত হন।। খবর আল জাজিরার।
ইসরাইলের উত্তরাঞ্চলের সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। ফাইল ছবি

প্রথমবারের মতো ইসরাইলের মাটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে বিরাজ করছে তীব্র উত্তেজনা। শঙ্কা তৈরি হয়েছে আঞ্চলিক যুদ্ধের। সংঘাত এড়াতে ইরান ও ইসরাইলকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছে গোটা বিশ্ব।

আরও পড়ুনঃ  থার্টি ফার্স্ট নাইটে মাদক সেবন, ঢাবি-জাবি শিক্ষার্থীসহ আটক ৯

এরই মধ্যে ইসরাইলের সঙ্গে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সংঘাত ছড়িয়ে পড়েছে। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে ওঠেছে লেবানন-ইসরাইল সীমান্ত। ইরানের হামলার রেশ কাটতে না কাটতেই বুধবার (১৭ এপ্রিল) ইসরাইলের উত্তরাঞ্চলের সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। এতে আহত হয়েছেন ইসরাইলি সেনাবাহিনীর অন্তত ১৪ জন সদস্য।

এর আগে, মঙ্গলবার (১৬ এপ্রিল) লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল। এতে গোষ্ঠীটির শীর্ষ কমান্ডারসহ কয়েকজন নিহত হন। সেই হামলার পাল্টা প্রতিশোধ নিতেই ইসরাইলের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে হিজবুল্লাহ।

আরও পড়ুনঃ  প্রাথমিকে বৃত্তি পরীক্ষা ফিরছে আগের নিয়মে

ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, আহতদের মধ্যে ছজনের অবস্থা খুবই গুরুতর। এ ঘটনার পর লেবানন সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে ইসরাইল।

গাজায় আগ্রাসনের শুরু থেকেই পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ ও ইসরাইল। লেবানন সীমান্ত থেকে থেকে কখনো রকেট, কখনো ড্রোন, আবার কখনও ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করছে তারা। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালানো হচ্ছে বলে জানায় হিজবুল্লাহ।

সর্বশেষ সংবাদ