Friday, January 10, 2025

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমরা ঐক্যবদ্ধ: শায়খ আহমাদুল্লাহ

আরও পড়ুন

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, নানা বিষয়ে একে অন্যের সঙ্গে ভিন্নমত থাকতে পারে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ।

বুধবার (৪ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, বাংলাদেশে আমরা নানা বিষয়ে একে অন্যের সাথে ভিন্নমত পোষণ করতে পারি; কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ।

তিনি বলেন, বিশ্বের দরবারে আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ছোট করার হীন প্রচেষ্টাসহ যেকোনো ধরনের ষড়যন্ত্রমূলক আচরণ কিংবা দুরভিসন্ধিপূর্ণ তৎপরতা আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব ইনশাআল্লাহ।

আরও পড়ুনঃ  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকার খোঁজে ভারতে ব্যাপক অভিযান

সর্বশেষ সংবাদ