Saturday, July 12, 2025

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুর, আহত ২০

আরও পড়ুন

দিনাজপুরের খানসামা উপজেলার কাচিনিয়া বাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে বিএনপির কর্নেল মোস্তাফিজুর রহমান ও তুহিন গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ সংঘর্ষ ঘটে।

এতে জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, দিনাজপুর-৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অবসরপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ অন্তত ২০ জন আহত হন।

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুনঃ  নারীর সঙ্গে ছাত্রদলের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে এখনো উত্তেজনা বিরাজ করছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মনোনয়নপ্রত্যাশী মোস্তাফিজুর রহমান চৌধুরী।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ