Sunday, August 17, 2025

চাঁদা না পেয়ে বিএনপি নেতাকে হাতুড়িপেটা নিজ দলের কর্মীর

আরও পড়ুন

বরিশালের গৌরনদীতে চাঁদার টাকা না পেয়ে বিএনপির এক কর্মীর বিরুদ্ধে দলের এক নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেছেন বলে ভুক্তভোগীর স্বজনরা জানিয়েছেন। গত সোমবার বিকালে উপজেলার হাপানিয়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পিটুনির শিকার নেতা।

ভুক্তভোগী নেতার নাম আবদুল কাদের সরদার। তিনি হাপানিয়ার গ্রামের বাসিন্দা ও উপজেলা মাহিলাড়া ইউনয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। আবদুল কাদের বলেন, ‘কয়েক দিন আগে আমার বাড়ির সামনে কাবিটা প্রকল্পের একটি কাজ চুক্তিতে শুরু করি।

আরও পড়ুনঃ  বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুর, আহত ২০

বিষয়টি জানার পরই কাজে বাধা দেন স্থানীয় বিএনপিকর্মী আবদুর রহিম সরদার, যুবদল কর্মী মাইনুল সরদার ও আল আমিন হাওলাদার এবং তাদের সহযোগীরা। তারা আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে হুমকি-ধমকি দেয়। ওই ঘটনার জের ধরে সোমবার বিকালে আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তারা।’

তিনি আরো বলেন, বিএনপির এই কর্মীরা আগে থেকেই এলাকায় বেপরোয়া ও নানা অপরাধে জড়িত। জুলাই বিপ্লবের আগে তারা আওয়ামী লীগ নেতাদের হাত করে অপকর্ম করত। গত ৫ আগস্টের পর মাইনুল, আল আমিনসহ অন্যরা বিএনপির কিছু অসৎ নেতার প্রশ্রয়ে এলাকায় আধিপত্য বিস্তার করেছে। এখন তারাই ত্যাগী বিএনপি কর্মী দাবি করে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে এবং নানা অপকর্ম করছে।

আরও পড়ুনঃ  চাঁদা দাবি করায় বিএনপি ৪ নেতাকে গণধোলাই

অভিযুক্ত আবদুর রহিমের মোবাইল ফোন নম্বর বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে হাতুড়িপেটার অভিযোগ অস্বীকার করে আল আমিন বলেন, ‘অহেতুক আমাকে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে। বর্তমানে আমি হাসপাতালে ভর্তি আছি। এ বিষয়ে থানায় অভিযোগও দিয়েছি।’

অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, তিনি ঢাকায় অবস্থান করছেন। অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া বলেন, দুপক্ষই থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ