Monday, August 18, 2025

মহিলা দলের এক পক্ষের হামলায় অপর পক্ষের নেত্রী আহত

আরও পড়ুন

বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারপিট করেছেন সংগঠনের অন্য অংশের কর্মীরা। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। হামলাকারীরা মহিলা দলের সভানেত্রী আজিজা খানম এলিজার অনুসারী বলে তিনি অভিযোগ করেছেন।

শুক্রবার রাতে ভুক্তভোগী আরিফা আশরাফি চুমকি অভিযোগ করে বলেন, বিকেলে দলীয় কার্যালয়ে মহানগর কমিটির প্রস্তুতি সভা ছিল। সভার একপর্যায়ে তিনি কার্যালয় থেকে বের হয়ে যাচ্ছিলেন। এ সময় আজিজা খানম এলিজার অনুসারী হিসেবে পরিচিত শারমিন, মুন্নী জামান, পুতুল, কাকলী, মদিনা, রেশমি ও সালমা তাঁকে ধাওয়া করেন এবং কার্যালয়ের সামনে রাস্তার ওপর ফেলে মারপিট করেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশের কোটি কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত টিউলিপকে সমর্থন দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বিষয়টি তিনি মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং মহিলা দলের কেন্দ্রীয় নেত্রীদের জানিয়েছেন।

তবে মহানগর মহিলা দলের সভানেত্রী আজিজা খানম এলিজা বলেন, ‘দলীয় কার্যালয়ে কিছু হয়নি। কী হয়েছে, তাও আমি জানি না। শুনেছি চুমকি অন্যদের গালাগাল করেছিল, তারা কিছু একটা করেছে।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ