Friday, July 25, 2025

পরিচয় মিলল ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যাওয়া সেই তরুণীর

আরও পড়ুন

ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় এলাকায় ১৪ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নিহত হওয়া সেই তরুণীর পরিচয় মিলেছে। তার নাম ত্রিপলা ভদ্র একা (২০)।

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যা পৌনে ৮টায় এই তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক।

নিহত তরুণী ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বারুইপাড়া গ্রামের নেপাল চন্দ্র ভদ্রের মেয়ে। তিনি ময়মনসিংহ মুমিনুন্নিছা কলেজের অর্নাস প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুনঃ  আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা

এর আগে, এদিন দুপুর সোয়া ১টার দিকে নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় ১৩ তলা বনানী নামক ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মৃত্যু হয়।

ওসি মো. সফিকুল ইসলাম খান শফিক বলেন, লাফিয়ে পড়ে মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত তরুণী এই ভবনে আসা যাওয়া করতেন। ধারণা করা হচ্ছে- প্রেমঘটিত বিষয় থেকে এই ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুনঃ  দিল্লিতে শামীম ওসমান, দেখা মিলল নিজামউদ্দিন আউলিয়ার মাজারে

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, দুপুর ১টা ১১ মিনিটে নীল জামা পরিহিত এক তরুণী ভবনে প্রবেশ করেন। পরে লিফটের মাধ্যমে ভবনের ছাদে চলে যান। দুপুর ১টা ১৪ মিনিটে এই তরুণী নিচে পড়ে মারা যান।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ