Tuesday, April 1, 2025

ঢাকা দক্ষিণের মেয়র হতে চলেছেন ইশরাক হোসেন!

আরও পড়ুন

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল ও পুনরায় ভোটের দাবিতে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনের করা মামলায় রায় ঘোষণা হবে আজ। রায় ইশরাকের পক্ষে গেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মতো তিনিও ঢাকা দক্ষিণের মেয়র পদে আসীন হতে পারেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম রায় ঘোষণা করবেন।

আরও পড়ুনঃ  ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে দেবেন বার্তা

ইশরাকের আইনজীবী রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আশা করছি রায় আমাদের পক্ষে আসবে।

চসিক মেয়র পদের মতো ইশরাকও মেয়র হতে যাচ্ছেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, রায় ঘোষণা হলে এর উত্তর দেওয়া যাবে। আশা করছি এমন কিছুই হতে যাচ্ছে।

বিস্তারিত আসছে…

সর্বশেষ সংবাদ