Monday, July 28, 2025

আওয়ামী লীগের বি টিমের খোঁজ দিল আল জাজিরার সাংবাদিক

আরও পড়ুন

গেল বছর ৫ আগস্ট ছাত্রজনতার প্রবল গণআন্দোলনের মুখে পতন হয় পতিত আওয়ামী লীগ সরকারের। তারপর থেকেই দলটির অনেক নেতাকর্মী পলাতক।

আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের বুধবার রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে আওয়ামী লীগের বিটিমের খোঁজ দিলেন।

পোস্টে জুলকার নাইন সায়ের জানান, চারুকলায় আওয়ামী সিমপ‍্যাথাইজাররা সক্রিয় হয়েছে। তারা এখন আওয়ামী লীগের বি টিম হয়ে শোভাযাত্রায় বাধা দেয়ার চেষ্টা করছে। হাইস‍্যকর। হাতি ঘোড়া গেলো তল মশা বলে কত জল! শোনেন, আপনাদের রনবী- নিসার হোসেনরা কি কি ধান্দাবাজি করেছেন-করছেন সেসবের আমলনামা আমাদের কাছে আছে। জুলাইয়ে ছাত্রহত‍্যার সময় রনবী সাহেব চারুকলার দালাল সমাজের পক্ষ থেকে হাসিনার কাছে গিয়ে কি বলছিলেন সেসবও আমাদের ভালোই জানা আছে।

আরও পড়ুনঃ  আয়নাঘর আমার সৃষ্টি না, আমি নির্দোষ : জিয়াউল আহসান

সরকার যখন প্রথমবারের মতো একটা ইনক্লুসিভ উৎসব করতে যাচ্ছে তখন আপনাদের কেনো জ্বলছে আমরা জানি উল্লেখ করে সায়ের আরো জানান, বিগত বছরগুলোতে যখন বিকৃতভাবে খালেদা জিয়ার হাতে ককটেলসহ প্রতিকৃতি, আর জামায়াত নেতাদের ভিলিফাই করার জন্যে তাদের দানব হিসেবে উপস্থাপন করেছিলেন তখন মনে হয়নাই যে শোভাযাত্রাকে পলিটিক্যালি ওয়েপোনাইজ করা হয়েছে?

কোনো লাভ নাই। আওয়ামীলীগের বি টিম হয়ে কালচারাল ফ্রন্টে খেলার দিন শেষ। খুব জ্বলছে এবারের শোভাযাত্রার শ্লোগান শুনে? “নববর্ষে ঐকতান-ফ‍্যাসিবাদের অবসান” নিতে কষ্ট হচ্ছে? আবার বিবৃতিতে আবু সাইয়িদের ফ‍্যামিলির ইমোশন ইউজ করার চেষ্টা করছে আওয়ামী লীগের এই দালালগুলা। খোঁজ নিয়ে জেনেছি। আবু সাইয়িদের ভাস্কর্য থাকছে না। কিন্তু যা থাকছে সেটা আপনারা না চাইলেও থাকবে। ফ‍্যাসিস্টের রিপ্রেজেনটেশন ছাড়া শোভা যাত্রা শোভা বর্ধন কিভাবে হবে?

আরও পড়ুনঃ  উপাসনালয়ে হামলাকারীরা মানুষ নয়, পশু : ধর্ম উপদেষ্টা

আর শোনেন, এবারের উৎসব সবচাইতে অংশগ্রহণমূলক হবে এবং এর মধ্য দিয়ে আওয়ামী চাটামির কবরও রচিত হবে।

ছবিতে ছাত্রজনতার আন্দোলনে যখন আমাদের ভাইবোনদের গুলি করে হত‍্যা করা হচ্ছিলো তখন হাসিনার মসনদ টিকিয়ে রাখতে আয়োজিত এক সভায় চারুকলার অন্তপ্রাণ রনবী’র উপস্থিতি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ