অনুমোদিত ছুটি ছাড়া বিদেশে অবস্থান করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ৫৬০তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সূত্র জানায়, চাকরিচ্যুত দুই শিক্ষক হলেন—অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শান্তনু দেব বর্মণ ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রিফাত দারিনা কামাল। শান্তনু দেব বর্মণ স্কলারশিপ পেয়ে কানাডায় পিএইচডি ডিগ্রির জন্য বিশ্ববিদ্যালয় থেকে ২০১৭ সালের ৪ নভেম্বর ছুটি নেন। ২০২৩ সালের ৩ জানুয়ারি তার ছুটির মেয়াদ শেষ হয়।
অন্যদিকে অধ্যাপক রিফাত দারিনা কামাল ২০১৯ সালের ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে পিএইচডি ডিগ্রির জন্য কানাডায় যান। তার ছুটির মেয়াদ ২০২২ সালের ১৪ জুলাই শেষ হয়। দুজনের ছুটি শেষ হলেও বিশ্ববিদ্যালয়ের নিজ বিভাগে আর যোগদান করেননি।
সূত্র আরও জানায়, দুই শিক্ষকের ছুটি শেষ হওয়ার পরে বিশ্ববিদ্যালয় থেকে তিনবার চিঠি দেয়া হয়। চিঠি পেয়ে জবাব দেননি তারা। পরে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জবাব চাওয়া হলেও তাদের কোনো সাড়া পায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ‘দুজন শিক্ষকের ছুটির মেয়াদ শেষ হওয়ার পরে তাদের চিঠি পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি। তারা বিদেশে নিজের ভালো অবস্থান তৈরি করে বিশ্ববিদ্যালয়কে ঝুলিয়ে রেখেছিল। এতে বিভাগের পড়াশোনা ব্যাহত হচ্ছিল। তাই সিন্ডিকেট সভায় সবার সম্মতিক্রমে তাদের দুজনকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা এ নিয়ে আরও তদন্ত করছি। এরকম তথ্য পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, শিক্ষকরা উচ্চতর ডিগ্রির জন্য বিদেশে যায়, এটি প্রশংসার দাবি রাখে। কিন্তু পরে তাদের উচিত বিশ্ববিদ্যালয়ে যোগদান করে পড়াশোনার মান উন্নয়নে কাজ করা। আমাদের শিক্ষার্থীদের পড়াশোনায় দক্ষ করা, গবেষণামুখী করা। কিন্তু তারা বিদেশে নিজেদের অবস্থান তৈরি করে আর বিশ্ববিদ্যালয়ে আসেন না। এতে বিশ্ববিদ্যালয়ের অনেক ক্ষতি হয়। তাই আমরা এ ব্যবস্থা গ্রহণ করেছি।