Tuesday, August 12, 2025

জনপ্রিয় ২ অভিনেতা গ্রে’প্তার, চাঞ্চল্যকর তথ্য জানাল পুলিশ

আরও পড়ুন

অস্ত্র আইনে গ্রেপ্তার হলেন বিগ বস কন্নড় খ্যাত তারকা অভিনেতা বিনয় গৌড়া ও রাজত কিষাণ। ভারতীয় ন্যায় সহিংসতা (বিএনএস) এর অস্ত্র আইন ১৯৫৯ (U/s-25(1B)(B)) এর ধারায় তাদের গ্রেপ্তার করেছে কর্ণাটক পুলিশ।

দুই তারকার বিরুদ্ধেই একটি অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে তাদের। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তাদের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে চাপাতি প্রদর্শনের অভিযোগ উঠে। এরপরই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় পুলিশ।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এর আগে বিনয় গৌড়া ও রজত কিষাণ একটি রিল তৈরি করেন। যেখানে বিনয় গৌড়াকে একটি বড় ছুরি হাতে এবং দর্শনের স্টাইলে ধীর গতিতে হাঁটতে দেখা গেছে বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  আমি প্লেন থেকে ঝাঁপ মারছি, সরি মা!

তাদের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এফআইআর দায়ের করা হয়। অভিযোগ অনুযায়ী, রিলের জন্য প্রকাশ্যে চাপাতি প্রদর্শন এবং ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করেছেন বিনয় গৌড়া ও রাজত কিষাণ। রিলগুলো বুজ্জি নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেয়া হয়েছে।

এ ভিডিও চোখে পড়তেই বিনয় গৌড়া ও রাজত কিষাণের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, প্রকাশ্যে এভাবে ভয়ভীতি প্রদর্শন করা আইনত অপরাধ। তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিম বেঙ্গালুরুর ডিসিপি এস গিরিশ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ