Sunday, August 17, 2025

আমি প্লেন থেকে ঝাঁপ মারছি, সরি মা!

আরও পড়ুন

দুবাইয়ে গিয়ে বিকিনি পরা ছবি শেয়ার করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী, যার সৌন্দর্যে নতুন কিছু বলার নেই। তবে স্নান পোশাকে তার আবেদন যেন আরও বেড়েছে। টিভি সিরিয়াল ‘কাজললতা’, ‘সাঁঝের বাতি’, ‘সাহেবের চিঠি’-তে অভিনয় করা এই অভিনেত্রীকে সিনেমা প্রেমীরা ‘জিতের ছবি ব্যুমেরাং’ এও দেখতে পেয়েছেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই অভিনেত্রী হলেন দেবচন্দ্রিমা সিংহ রায়। দুবাই থেকে সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের ছবি শেয়ার করেছেন।

নীল রঙের পোশাকটি বিকিনি না হয়ে মনোকিনি বলা যেতে পারে। ছবিতে দেখা যাচ্ছে, একটি বহুতলের ছাদে সুইমিং পুলের পাশে হাঁটছেন দেবচন্দ্রিমা, চুল মাথার ওপরে গুটিয়ে, চোখে সানগ্লাস পরা। ছবিটি পেছন থেকে তোলা হয়েছে। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবি পোস্ট করেছেন।

আরও পড়ুনঃ  প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করি

কালারস চ্যানেলের ‘সুহাগন চুড়েল’ ধারাবাহিকে তিনি তিন প্রধান চরিত্রের একজন ছিলেন। দীর্ঘ এক বছর অডিশন দিয়ে কাজ পেয়ে তিনি টালিউডে খুব বেশি কাজ করতে পারেননি। তবে হইচই-এর ‘পরিণীতা’ সিরিজে তাকে শেষবার দেখা গিয়েছিল।

বর্তমানে তিনি দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন এবং সেখানকার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। এমনকি, দুবাইয়ে গিয়ে ১৩,০০০ ফুট উচ্চতা থেকে স্কাই ডাইভিংও করেছেন। ভিডিও শেয়ার করে লিখেছেন, “এটা পাখির মতো, এটা আমি! আমি প্লেন থেকে ঝাঁপ মারছি। সরি মা…!”

আরও পড়ুনঃ  যে কারণে মধ্যরাতে ন্যান্সির বাড়ি ঘেরাও

বিকিনি পরায় তাকে বেশ কিছু কটাক্ষের মুখে পড়তে হয়েছে। অনেকেই তার রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন, তবে সে বিষয়ে দেবচন্দ্রিমার কোনো চিন্তা নেই। তিনি বলেন, “আমার যথেষ্ট রুচিবোধ আছে। আমি সোশ্যাল মিডিয়াতে নিজের ইচ্ছেমতো ছবি দিতে পারি, এতে কারও কিছু বলার নেই। আমার কাজ নিয়ে যেমন প্রশংসা হয়, তেমনি পোশাক নিয়ে নিন্দাও হতে পারে। তবে এসব নিয়ে আমি মাথা ঘামাতে রাজি নই।”

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ