Monday, July 28, 2025

বিপদে পড়তে যাচ্ছে দুর্নীতিবাজ সরকারি চাকরিজীবীরা

আরও পড়ুন

বিভিন্ন মন্ত্রণালয়সহ দপ্তর ও সংস্থায় কর্মরত দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

গত ২০ ফেব্রুয়ারি জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটি এমন সিদ্ধান্ত নেওয়ার এক মাস পর ২০ মার্চ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন বিষয়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সব সচিব ও সরকারি দপ্তরের মহাপরিচালক, নির্বাহী পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, মন্ত্রণালয়, বিভাগ এবং আওতাধীন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যাদের বিষয়ে জনমনে দুর্নীতিবাজ বলে ব্যাপক ধারণা রয়েছে, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুনঃ  সেনাবাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে: হাসনাত আব্দুল্লাহ

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, যুগ্ম সচিব ও ওপরের স্তরের কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে জনপ্রশাসন বিষয়ক একটি কমিটি গঠন করে সরকার।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ