Wednesday, March 26, 2025

লেডিবাইকার এশা গ্রেপ্তার

আরও পড়ুন

মাদক সেবন করিয়ে এক তরুণীকে নির্যাতনের অভিযোগে খুলনার আলোচিত নারী মোটরসাইকেল প্রশিক্ষক এশা শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২৩ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর সোনাডাঙ্গা মডেল থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান।

ওসি বলেন, এশা মোটরসাইকেল প্রশিক্ষণের সঙ্গে তরুণীদের মধ্যে মাদক সরবরাহ করতো। শনিবার এক মেয়েকে মাদক সেবন করিয়ে নির্যাতনের ফলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তার পরিবারের সদস্যদের খবর দিলে তারা তরুণীকে নিয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রওনা দেয়। পথে তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে এশা তর্কে জড়ায়। এ সময় নৌবাহিনীর একটি টহল টিম এশাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টির চেষ্টা জনগণই রুখে দেবে : উপদেষ্টা আসিফ

তিনি আরও বলেন, এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পরে এশাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ