Sunday, July 27, 2025

পাকিস্তান দিবসে ঢাকায় পতাকা উত্তোলন অনুষ্ঠান

আরও পড়ুন

পাকিস্তান দিবসে ঢাকায় পতাকা উত্তোলন অনুষ্ঠান
ঢাকার পাকিস্তান হাইকমিশন চ্যান্সেরিতে রোববার সকালে এক জাঁকজমকপূর্ণ পতাকা উত্তোলনের মাধ্যমে পাকিস্তান দিবস উদযাপিত হয়েছে।

বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ দেশটির জাতীয় সংগীত বাজানোর মাধ্যমে পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সঙ্গে তিনি ১৯৪০ সালের ২৩ মার্চের ঐতিহাসিক ক্ষণটিকে স্মরণ করেন। যেদিন কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে পাকিস্তান আন্দোলনের দূরদর্শী নেতারা পাকিস্তান প্রস্তাব পাস করেন, দক্ষিণ এশিয়ার মুসলমানদের জন্য একটি স্বাধীন আবাসভূমির ভিত্তি স্থাপন করেন।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ এবং উপ-প্রধানমন্ত্রী/পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের বার্তা পাঠ করা হয়। এতে দিবসের তাৎপর্যের ওপর জোর দেওয়া এবং অগ্রগতি ও ঐক্যের প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

আগত অতিথিদের সম্বোধন করে হাইকমিশনার বাংলাদেশ ও ভুটানে বসবাসরত পাকিস্তানি প্রবাসীদের শুভেচ্ছা জানান। তিনি পাকিস্তান সৃষ্টির জন্য প্রদত্ত ত্যাগের প্রতি শ্রদ্ধা জানান এবং এ ঐতিহ্যের প্রতিফলন ঘটানোর গুরুত্বের ওপর জোর দেন। সৈয়দ আহমেদ মারুফ এ সময় পাকিস্তান আন্দোলনে বাংলার নেতাদের ভূমিকাও তুলে ধরেন।

আরও পড়ুনঃ  সিজিআই ইভেন্টে বিতর্কিত ব্যক্তিকে নিয়ে মাহফুজ আলমের স্ট্যাটাস

অনুষ্ঠানে বাংলাদেশে পাকিস্তানি সম্প্রদায়ের সদস্য, স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধি এবং হাইকমিশনের কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ